তৃতীয় শ্রেণি থেকেই এআই শিক্ষা বাধ্যতামূলক

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণি থেকেই স্কুল পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে যুক্ত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। শিক্ষা মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এটি হবে ভারতের স্কুল শিক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ, যা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অতিরিক্ত শুনানি নয় SSC নিয়োগে_স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, “আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক — উভয়কেই এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে।” ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বিভিন্ন শ্রেণির জন্য এআই অন্তর্ভুক্তির কাঠামো তৈরি শুরু করেছে। শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠ পরিকল্পনায় এআই টুলস ব্যবহারের জন্য চালু হয়েছে পাইলট প্রোজেক্ট।

বর্তমানে প্রায় ১৮,০০০ CBSE অনুমোদিত স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে ১৫ ঘণ্টার মডিউলে এআই শেখানো হয়। এবার তৃতীয় শ্রেণি থেকেই তা বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারে।

বড় প্রশ্নের মুখে বর্ধমান স্টেশন

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কেবল শিক্ষার আধুনিকীকরণই নয়, বরং ভারতের অর্থনীতিকে ভবিষ্যতের প্রযুক্তি-নির্ভর দিকের দিকে নিয়ে যাবে। নীতি আয়োগের অনুমান, এআই যুগে পুরনো চাকরির কিছু ক্ষেত্র হারিয়ে গেলেও প্রায় ৮০ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর