
সুখবর! ডার্ক চকোলেট ও চা কমাবে উচ্চ রক্তচাপ, নতুন গবেষণায় দাবি।
ব্যুরো নিউজ ২২ মে : আপনি কি উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত? ওষুধ ছাড়াই কি একে নিয়ন্ত্রণে আনার উপায় খুঁজছেন? তাহলে আপনার জন্য সুসংবাদ! সম্প্রতি এক নতুন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডার্ক চকোলেট, আঙ্গুর বা চা পান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করতে পারে। এই গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ফ্ল্যাভান-৩-ols: রক্তচাপ নিয়ন্ত্রণের রহস্য গবেষকরা দেখেছেন যে, ফ্ল্যাভান-৩-ols নামক