ব্যুরো নিউজ ২২ মে : কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে এবার সব আলো কেড়ে নিলেন বলিউডের বরেণ্য অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০২ সালে তাঁর কান অভিষেক হয়েছিল সঞ্জয় লীলা বনসালীর ‘দেবদাস’ ছবির প্রিমিয়ারের মাধ্যমে, যেখানে তিনি একটি সোনালি শাড়িতে রেড কার্পেটে হেঁটেছিলেন। ২৩ বছর পর, ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া যেন সেই আইকনিক লুকেরই পুনরাবৃত্তি করলেন, যা দর্শকদের স্মৃতির পাতায় ফিরিয়ে এনেছে তাঁর প্রথম কানের উপস্থিতি।

ঐতিহ্যে মোড়া রাজকীয় সাজ

এবারের কান উৎসবে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি একটি আইভরি রঙের বেনারসি শাড়ি। তাঁর এই সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল একটি অসাধারণ নেকলেস, যেখানে ৫০০ ক্যারাটেরও বেশি মোজাম্বিক রুবি এবং আনকাট হীরা ১৮ ক্যারেট সোনায় বসানো ছিল। তাঁর মাঝখানে সিঁথি করা চুলে মোটা করে পরা লাল সিঁদুর ঐশ্বরিয়ার সাজে যোগ করেছিল এক ঐতিহ্যবাহী এবং শক্তিশালী বার্তা, যা নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে তাঁর প্রথম কানের সেই সোনালি শাড়ির লুকের কথা।

ভারতীয় সেনা অভিযানের অজানা কাহিনী নিয়ে আসছেন রণদীপ হুডা, ‘অপারেশন কুকরি’

সামাজিক মাধ্যমে ঝড়: “কুইন ইজ অলওয়েজ আ কুইন!”

ঐশ্বরিয়ার এই রেড কার্পেট লুকের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্য ভক্ত ও অনুরাগী ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কেউই সত্যি তাকে হারাতে পারে না… কুইন সব সময় কুইনই থাকে, তাতে মুকুট থাকুক বা না থাকুক।” আরেকজন লিখেছেন, “কান-এর আসল রানি – আপনাকে বরাবরের মতো দারুণ লাগছে, অ্যাশ!” বাণী কাপুর, আনুশকা শর্মা এবং ভূমি পেডনেকরের মতো বলিউডের অনেক তারকারাও ঐশ্বরিয়ার পোস্টে লাইক দিয়ে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেছেন।

কন্নড় ভাষা বিতর্ক মামলায় কর্ণাটক হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন গায়ক সনু নিগম !

ভারতীয় সিনেমার জন্য কান-এর গৌরবময় বছর

এবছর কান চলচ্চিত্র উৎসব ভারতীয় বিনোদন জগতের জন্য বিশেষ উত্তেজনাপূর্ণ ছিল। ‘ম্যাসান’ খ্যাত পরিচালক নীরজ ঘেওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ ‘আন সার্তেন রিগার্ড’ (Un Certain Regard) বিভাগে নির্বাচিত হয়েছে। গত বুধবার ছবিটির প্রিমিয়ারে এটি নয় মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে, যা ভারতীয় সিনেমার জন্য এক বিরাট সম্মান। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ইশান খট্টর এবং বিশাল জেঠওয়া। ঐশ্বরিয়া রাই বচ্চনের নজরকাড়া উপস্থিতি এবং ‘হোমবাউন্ড’-এর আন্তর্জাতিক স্বীকৃতি – সব মিলিয়ে কান ২০২৫ ভারতীয় সিনেমার জন্য এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর