
IPL 2025:হার, তবু জয়ের টিপস! বুমরাহ শিখালেন তুষারকে চাপের সময় লড়াই করার কৌশল
ব্যুরো নিউজ ,৩ মে: আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পরে দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য। মুম্বই ইন্ডিয়ান্সের পেস তারকা জসপ্রীত বুমরাহ দীর্ঘক্ষণ কথা বলছিলেন রাজস্থানের পেসার তুষার দেশপাণ্ডের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন ধ্রুব জুরেলও। তবে সবচেয়ে বেশি মনোযোগ পেয়ে যান তুষারই। বোঝাই যাচ্ছিল, বুমরাহ তাকে গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছেন বোলিংয়ে উন্নতি আনার জন্য। চাপের সময় লড়াই করার কৌশল