জোরা মামলায় তলব কেজরিকে
জোরা মামলায় তলব কেজরিকে এই নিয়ে নবমবার তলব দিল্লির মুখ্যমন্ত্রীকে ব্যূরো নিউজ, ১৭ মার্চ, শর্মিলা চন্দ্র: আগাম জামিন পেয়েও খুন একটা সুবিধা হল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার সকালে আবগারি দুর্নীতি মামলায় আগাম জামিন মিললেও বিকালেই ফের তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে নবমবার আবগারি দুর্নীতিতে তলব করা হল কেজরিকে। এর আগে আটবারই হাজিরা এড়িয়েছেন তিনি। শুধু তাই