
VC-কে ঘেরাও অভিযান অধ্যাপকদের
ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: প্রায় ১০ ঘণ্টা ধরে উপাচার্যকে ঘেরাও করলেন অতিথি অধ্যাপকরা। উপাচার্যের দফতরের বাইরেই ঠায় বসে রইলেন। পাশাপাশি উপাচার্যের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। সাত সকালে সক্রিয় ইডি | জায়গায় জায়গায় অভিযান অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করার পরেও আজ প্রায় তিন বছর হতে চলল কিন্তু তার পরেও তাঁদের স্যাক্ট (SACT)-এর অধীনে চাকরিতে নেওয়া হচ্ছে