সেলফিতে রাগ, ঘাড় মটকাল পশুরাজ
ব্যুরো নিউজ, ১৬ ফেব্রুয়ারি: যেমন কর্ম তেমন ফল! কলকাতা চিড়িয়াখানার পুনরাবৃত্তি হল, শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্কে। তিরুপতির ওই জুলজিক্যাল পার্কে, বৃহস্পতিবার সেলফি তোলার নেশায় খাঁচা বন্দী সিংহ ঘাড় মটকালো রাজস্থানের আলুয়াড়ের বাসিন্দা প্রহ্লাদ গুজ্জারের। সেলফি তোলাই হল কাল বিমানবন্দরে হুইলচেয়ারের কমতি, তার জেরে প্রাণ গেল যাত্রীর ২০২১ সালের মার্চ মাসে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সিংহের এনক্লোজারে লাফ দিয়ে ঢুকে পড়েছিল এক