financial fraud case against Mahua

ব্যুরো নিউজ, ১৬ ফেব্রুয়ারি: আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লীতে হাজিরা হবে মহুয়া মৈত্রকে। দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে জবানবন্দি দিতে হবে তৃণমূল নেত্রীকে।

বিপদ বাড়ছে মহুয়ার!

Advertisement of Hill 2 Ocean

দেবকে দিল্লিতে তলব ইডির, ইস্তফা দিলেন মিমি

এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ এবং মূল্যবান সামগ্রী উপহার নেওয়ার বিনিময়ে, লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে। ব্যক্তিগত আর্থিক লাভের জন্য তিনি জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছেন, এই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।মহুয়ার বিরুদ্ধে তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। এরপরই গত ডিসেম্বর মাসে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তবে এই অভিযোগ অবশ্য মানতে নারাজ খোদ মহুয়া মৈত্র। তিনি প্রথম থেকেই দাবি করে এসেছেন, তিনি কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নন।

ed-summons-mahua-moitra

কিন্তু এবার ফেমা বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মহুয়া মৈত্রকে আগামী ১৯ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে দিল্লিতে ইডির সদর দফতরে। সেখানে তার জবানবন্দি নেবেন তদন্তকারী আধিকারিকরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর