ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি: ভোটের নির্ঘণ্ট বেজেছে ঠিকই কিন্তু এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিন- ক্ষণ। তবে এরই মাঝে রাজ্যে বিরাট কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে ইতিমধ্যেই ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। তবে সেই সংখ্যা ১২০০ কোম্পানিও হতে পারে বলে আঁচ করছে রাজনৈতিক মহল। এদিকে এখনও লোকসভা নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু, তার আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা সেই উত্তর নেই কারোর কাছেই। তবে জানা গিয়েছে, আগামী মাসের শুরুতেই বাংলায় আসতে চলেছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সন্দেশখালিতে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম
একেকটি কোম্পানিতে থাকেন প্রায় ১৩৫ জনের মত জওয়ান। সেক্ষেত্রে সংখ্যাটা পৌঁছচ্ছে প্রায় ১৩ হাজার ৫০০। এদের মধ্যে প্রায় ১২ হাজারেরও বেশি সিআরপিএফ জওয়ান থাকবেন ময়দানে। অর্থাৎ মার্চের প্রথম দিনেই প্রায় ১২ হাজারেরও বেশি জওয়ান ঢুকবে রাজ্যে। এরপর মার্চের ৭ তারিখে আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী, অর্থাৎ মোট ১৮ হাজার জওয়ান।
কিন্তু কেন এই সিদ্ধান্ত?
জানা গিয়েছে, রাজ্যে এসে কেন্দ্রীয় বাহিনী প্রথমেই এরিয়া ডমিনেশন শুরু করবে। এ রাজ্যে ৮০ হাজারের বেশি বুথ রয়েছে। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। এমনকি প্রতিটি থানা-এলাকার নিয়ন্ত্রণ নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
আগামী ৩ মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোটের দিন ঘোষণা হতে পারে বলেও জানা যাচ্ছে। ইভিএম নিউজ