INDIA-NDA

ব্যুরো নিউজ, ৬ জুন : এবারের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করেনি বিজেপি। এমনকি ম্যাজিক ফিগার-এর ধারে কাছে পৌঁছতে পারেনি। তবে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। তাই সরকার গড়তে এনডিএ জোটেই ভরসা। আর এদিকে ‘ইন্ডিয়া’ জোটের আসন সংখ্যা ২৩৪টি। ফলে কোনও ভাবে জোট শরিকদের হারাতে নারাজ INDIA-NDA দুই-ই।

ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ধর্মেন্দ্র প্রধান, বিজয়ন্ত পাণ্ডা নাকি সম্বিৎ পাত্র?

এমতাবস্থায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে বিশেষ নজর। নীতীশ কুমার-এর জেডিইউ পেয়েছে ১২টি আসন ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ১৬টি আসন। তাই সরকার গঠনে এই আসন সংখ্যা হারাতে নারাজ এনডিএ। তবে গতকালই এনডিএ-কে সাপোর্ট লেটার দিয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু।

‘যোগীরাজ্যে’ অস্বস্তিতে কংগ্রেস! কার্যালয়ে মহিলাদের ভিড় !১ লাখের ‘গ্যারান্টি কার্ড’-র দাবি

BJP Helpline

কিন্তু নীতীশ ও নাইডুই নয় এমন আরও অনেক প্রার্থী ও দল রয়েছে যারা এনডিএ বা ইন্ডিয়া জোটের অংশ নয়। কিন্তু তাঁদের সমর্থনেও ঘটতে পারে বড় বদল। ভোটের ফলাফলের পর মনে করা হচ্ছে ইন্ডিয়া জোটে যোগ দিতে পারে এআইএমআইএম-এর ওয়াইসি। এছাড়াও অন্যান্য সাংসদ ও দলগুলি হল-

১. অমৃতপাল সিং- নির্দল

২. প্যাটেল উমেশভাই- নির্দল

৩.বিশাল পাতিল- নির্দল

৪. সবরজিৎ সিং খালসা- নির্দল

৫. পাপ্পু যাদব- নির্দল

৬. মহম্মদ হানিফা- নির্দল

৭. ইঞ্জিনিয়ার রশিদ- নির্দল

৮. আসাদ উদ্দিন ওয়াইসি- AIMIM

৯. চন্দ্রশেখর আজাদ- আজাদ সমাজ পার্টি

১০. রিকি অ্যান্ড্রু- পিপলস পার্টি

১১. অবিনাশ রেড্ডি- YSRCP

১২. হরসিমরত কৌর বাদল- শিরোমণি আকালি দল

১৩. পেডিরেডি ভেঙ্কটা মিধুন রেড্ডি- ওয়াইএসআরসিপি

১৪. রিচার্ড ওয়ানলালহামাঙ্গিহা- ঝোরাম পিপলস মুভমেন্ট

১৫. জয়ন্ত বসুমাতারী- ইউপিপিএল

১৬. গুরুমূর্তি মাদিলা- ওয়াইএসআরসিপি

১৭. থানুজ রানি- ওয়াইএসআরসিপি

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর