image

ব্যুরো নিউজ,৯ সেপ্টেম্বর: ৮ সেপ্টেম্বর রবিবার আরজিকর হাসপাতালে মৃতা তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য পথে নেমেছিলেন রাজ্যবাসী । গোটা রাজ্য জুড়ে চলেছে প্রতিবাদ। রবিবার সন্ধ্যা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত মিছিল গান এবং স্লোগানে মুখর হল।মৃতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে দিকে দিকে নারী-পুরুষ, ৮ থেকে ৮0 ,দল ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে আন্দোলনে নেমেছিলেন রবিবার।

মুখ্যমন্ত্রীর ফোনের পরেও জহর তার ইস্তফার সিদ্ধান্তে এক চুলও নড়লেন না

দীর্ঘ প্রায় ১৪ কিলোমিটার পথ জুড়ে মানববন্ধন

আজ ৯ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে মিছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে আরজি কর হাসপাতালের মৃতা তরুনী চিকিৎসকের বাড়ি থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪ কিলোমিটার পথ জুড়ে হল মানববন্ধন। সহ নাগরিকেরা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিলে শামিল হলেন।

টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চললো দুই তৃণমূল নেতার লড়াই

এরকম অভূতপূর্ব আন্দোলন আগে কখনো দেখেনি বিশ্ব। জুনিয়ার ডাক্তাররা মানববন্ধনের ডাক দিয়েছিলেন। তাদের ডাকে সাড়া দিয়ে চলল সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল। ডানলপ, সিথিরমোর শ্যামবাজার হাতিবাগান যাদবপুর সহ কলকাতার বাইরে বীরভূমের নলহাটি সিউড়ি পুরুলিয়ার বিভিন্ন জায়গা বালুরঘাট সহ গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল । সকলের মুখে একটাই ধনী জাস্টিস ফর আরজিকর। মিছিলে অংশগ্রহণকারী একজন মহিলা বলেন “আমরা সকলে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। দ্রুত বিচার হোক সেটাই চাই। তবে আমরা বিশ্বাস রাখছি সোমবার কোন দৃঢ় সিদ্ধান্ত নেবে সুপ্রিমকোর্ট।” বিচারের প্রত্যাশায় রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর