সেডান গাড়ি থেকে উদ্ধার ১০০ কেজি গাঁজা

ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:হাওড়ার সাঁকরাইল থানার ধূলাগড় টোল প্লাজার কাছে পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে একশো কেজি গাঁজা। মঙ্গলবার রাতে সিআইডি-র মাদক দমন শাখা এই অভিযান পরিচালনা করে।এই অভিযানে দু’টি সেডান গাড়ি থেকে পাঁচটি বস্তায় মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

‘স্পর্ধার চিৎকার’ঃ ১৪ ডিসেম্বর প্রতিবাদী জমায়েতের ডাক

নতুন দৃষ্টান্ত


গোয়েন্দা সূত্রে জানা গেছে কিছুদিন ধরে তারা খবর পাচ্ছিলেন যে সেডান বা এসইউভি গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছে। সেদিন রাতেই তল্লাশি চালিয়ে দু’টি সেডান গাড়ি আটক করা হয়। তল্লাশির সময় এক গাড়িচালক পালিয়ে যায় তবে অন্য চালক বিনোদকুমার চৌহানকে গ্রেফতার করা হয়। তিনি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বাসিন্দা। পলাতক চালকের খোঁজে সিআইডি তাদের অভিযান চালাচ্ছে। পাশাপাশি বাজেয়াপ্ত গাড়ি দু’টির মালিকানা সম্পর্কেও তদন্ত শুরু হয়েছে।

‘রং বদলানোর’ সিদ্ধান্তে অনড় রাজ্য, অবশেষে মান্যতা কেন্দ্রের, বরাদ্দের জট কাটার সম্ভাবনা?

গোয়েন্দাদের মতে গাঁজা ওড়িশার ভদ্রক থেকে আনা হয়েছিল এবং এটি পাচার করার উদ্দেশ্যে হাওড়া এবং হুগলি এলাকায় পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে তল্লাশির ফলে মাদক পাচারের কাজ বিঘ্নিত হয় এবং ‘রিসিভারের’ হাতে মাদক পৌঁছায়নি।এর আগে রাজ্য পুলিশের এসটিএফও যাত্রিবাহী বাসে করে মাদক পাচার করার সময় ধরেছিল। তবে এবার সেডান গাড়ি থেকে মাদক উদ্ধার হওয়া নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর