ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: ৫৪ রানে পড়ল ‘বিরাট উইকেট’
দলে ভরসা যুগিয়ে হাফ সেঞ্চুরি কিং কোহলির
আউট বিরাট কোহলি। ৬৩ বলে ৫৪ রান করেই মাঠ ছাড়ল বিরাট। ৫৫ বল খেলে হাফ সেঞ্চুরি করার পর যখন তাঁর ব্যাট থেকে একটা বড় রান আশা করছিল গোটা ভারত, তখনই সোজা প্লে ডাউন বিরাট! ২৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর বোর্ডে ১৪৮ রান। ইভিএম নিউজ