ব্যুরো নিউজ, ১৯ নভেম্বর: ১০০ ট্রাভিস হেডের | হতাশ ১৪০ কোটি
সেঞ্চুরি ট্রাভিস হেডের। ৯৫ বল খেলে বিশ্বকাপ ফাইনাল ২০২৩-এ নিজের শতরান করলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। ম্যেচের ৩৩ ওভার ৫ বলেই নিজের শতরানের পাশাপাশি অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে ১৮৫ রান এনে দেন হেড।
ট্রাভিস হেডের সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হুল্লোড় উঠলেও, থমথমে স্টেডিয়াম। ১৪০ কোটি দেশবাসীর মুখে হতাশা।
আউট স্টিভ স্মিথ! বুমরাহর ঝুলিতে ২ টি উইকেট
অস্ট্রেলিয়া- ভারত বিশ্বকাপ ফাইনালে জ্বলে উঠতে দেখা যায়নি ভারতের কনো প্লেয়ারকেই। ওপেনার সুভমান গিল, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, কোহলি, জাদেজা কেএল রাহুল, মহম্মদ সামি, সূর্য কুমার যাদব কেউই টিকতে পারেননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মাত্র ২৪০ রান আসে ভারতের ব্যাটার দের থেকে।
ভারত, অস্ট্রেলিয়াকে মাত্র ২৪১ রানের লক্ষ্যমাত্রা দিলেও, সকলে ভরসা রেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের বোলারদের ওপরেই। কিন্তু সেই আশা, এখন হতাশায় পরিণত হয়েছে।
বল করতে নেমে ১ ওভার ১বলে ডেভিড ওয়ারনারের উইকেট নেন মদম্মদ সামি। এরপর অস্ট্রেলিয়ান ব্যাটার মিচেল মার্স ও স্টিভ স্মিথের মতন দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন স্টিভ স্মিথ। তবে ৭ ওভারে ৩ বলের পর এখনও কোনও উইকেট মেলেনি ভারতের। স্পিন বলিং করিয়ে উইকেট তোলার পরিকল্পনা ব্যর্থ হয় অধিনায়ক রোহিতের। ইভিএম নিউজ