ব্যুরো নিউজ, ১০ ডিসেম্বর: হাসপাতালে অগ্নিকাণ্ড

মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। পাশাপাশি আতঙ্ক ছড়ালো রোগী ও তার আত্মীয়- পরিজনদের মধ্যে।
এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এসএনসিইউ এর সামনে একটি ইলেকট্রিক বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে হাসপাতাল থেকে বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে আসেন বাচ্চার মায়েরা।
শর্ট সার্কিট থেকেই ইলেকট্রিক বোর্ডে আগুন লেগেছে বলে অনুমান। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই হাসপাতালে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কাউন্সিলার। ঘতনাত হতাহতের কোনও খবর মালেনি। ইভিএম নিউজ



















