দামে
ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: হাফ দামে ‘ভারত ডাল’


মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের। মূল্যবৃদ্ধি নিয়ে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সবজি থেকে শুরু করে চাল-ডাল সবকিছুর দামেই কার্যত হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তের। 
যুদ্ধের ফায়দা নিয়ে ৩০০০ কোটি টাকার অস্ত্র ব্যবসা পাকিস্তানের

সম্প্রতি আলু-পেঁয়াজের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে হাত ছোঁয়ালেই যেনও ৪৪০ ভোল্ট! এবার সেই মূল্যবৃদ্ধিতে রাশ টানতে উঠেপড়ে নেমেছে মোদী সরকার। প্রায় অর্ধেক দামে মিলবে ভারত ব্রান্ডের সামগ্রী। কেন্দ্র সরকারের তরফে ‘ভারত আটা’ আগেই আনা হয়েছে বাজারে। আর এবার নিয়ে আসা হল ‘ভারত ডাল’। এবার অনেক সস্তায় ‘ভারত ডাল’ কিনতে পারবেন সাধারণ নাগরিকেরা।

নভেম্বর মাসের শুরুতে কেন্দ্র সরকার ‘ভারত আটা’ বিক্রি শুরু করেছিল। যার দাম প্রতি কেজি ২৭.৫০ টাকা। সারা দেশে মোট ২০০০টি আউটলেট থেকে বিক্রি করা হচ্ছে এই আটা। এছাড়াও ৮০০টি মোবাইল ভ্যানের মাধ্যমে ‘ভারত আটা’ বিক্রি করা হচ্ছে। এছাড়া এই আউটলেটগুলি থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর