টাকার

ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর: হাওড়া স্টেশনে ফের টাকার হদিশ! RPF-এর হাতে ৩২ লক্ষ টাকা

ফের টাকার হদিশ হাওড়া স্টেশনে! চতুর্থীতে হাওড়া স্টেশনে প্রায় ৩২ লক্ষের হদিশ মিলেছে। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত।

আলতাফ রাজাকে মনে পরে? এখন কি করছেন তিনি? জানেন? 

ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢুকতেই সন্দেহ হয় RPF-র। সন্দেহবশত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হয় প্রায় ৩২ লক্ষ টাকা। জানা যায়, আটক হওয়া ২ ব্যক্তি লক্ষ্মীসরাই, জামালপুরের বাসিন্দা।

গতবছরও হাওড়া স্টেশনে বিপুল টাকা উদ্ধার হয়। স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে আরপিএফ।  জানা গিয়েছিল, তিনি মীর্জাপুর থেকে হাওড়ায় আসেন।

গতবছর ২২শে জুলাই আড়াই কোটিরও বেশি মূল্যের সোনা-সহ এক যাত্রীকে আটক করেছিল আরপিএফ। ধৃত ললিত কুমার নামে ওই যাত্রী তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে থেকে ট্রলি ব্যাগে নিয়ে বেরনোর সময় সন্দেহজনক ওই যাত্রীকে ধরেন আরপিএফ জওয়ানরা। ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৬২ লক্ষ টাকা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর