ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর: স্কুল পড়ুয়ার বাহাদুরিতে বাঁচল হাজার প্রাণ
স্কুল পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদহ-শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েক হাজার যাত্রীর জীবন বাঁচালো এই ছোট্ট কিশোর। যেই ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। যা দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও।
জয়নগরে ঘরের মধ্যে আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ
জানা যায় ওই কিশোরের নাম নাম মুরসালিম পঞ্চম শ্রেনীর ছাত্র। দুরন্ত গতিতে ছুটে যাচ্ছিল আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। আর অন্যদিকে বিপদ অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের ওই স্কুল পড়ুয়া। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনের বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে। তড়িঘড়ি নিজের পড়নের লাল গেঞ্জি খুলে ট্রেনের লাইনে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করায়। আর বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেন-সহ কয়েক হাজার যাত্রী। ঘটনাস্থলে রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামত করে। এরপর ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায়।
৮ বছরের ওই স্কুল পড়ুয়ার বাহাদুরিতে তাজ্জব সকলেই, সোশ্যাল মিডিয়ায় ইতমধ্যেই প্রশংসার ঝড় উঠেছে। কেউবা বলছেন বাহাদুর বাচ্চা, কেউবা আবার বলছেন ‘HATES OFF মুরসালিম’। ইভিএম নিউজ