রাজীব ঘোষ, ২৩ সেপ্টেম্বর: সোনার দর কি কমেছে? কি বলছে বাজারদর?
সামনেই উৎসবের মরশুম। শুরু হয়ে গেছে জমিয়ে কেনাকাটাও। আর উৎসব, বিবাহ থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানে সবসময়ই শীর্ষে থাকে সোনা, রুপোর চাহিদা। শুধুমাত্র বিবাহ বা উৎসবের সময় সোনা রুপো কেনা নয়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম হলো সোনা ও রুপো (Gold and Silver for Investment) তাই এই হলুদ ধাতু আর সাদা ধাতুতে বিনিয়োগ করার আগে বাজারদর সম্বন্ধে জেনে রাখা প্রয়োজন।
এক সই তেই মিলবে লোন| কি এই ‘সিগনেচার লোন’?
প্রায় প্রতিনিয়ত এই সোনা রুপোর দাম ওঠানামা করে। এর পিছনে আন্তর্জাতিক বাজার দর থেকে শুরু করে দেশীয় বাজারের একাধিক পরিস্থিতি নির্ভর করে থাকে। তাই প্রতিনিয়ত সোনা রুপো কিনতে যাওয়ার আগে বাজারদর জেনে নেওয়া দরকার। এবার দেখে নেওয়া যাক, ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সোনা রুপোর বাজারদর কি? (Gold and Silver Market Price)
২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৫ হাজার ৫০ টাকা।
সেই জায়গায় ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫ হাজার ৪০ টাকা।
২১ সেপ্টেম্বর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০ হাজার ৫০ টাকা, সেই জায়গায় ২২ সেপ্টেম্বর সমপরিমাণের সমমানের সোনার দাম ৬০ হাজার ৪০ টাকা।
এবার যদি রুপোর দরের দিকে নজর দেওয়া যায় দেখা যাবে, ২১ সেপ্টেম্বর ১ কেজি রুপোর দাম ছিল ৭৪ হাজার ৫০০ টাকা। ২২ সেপ্টেম্বর রূপোর দামের কোনও পরিবর্তন হয়নি। একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে দেখা যাচ্ছে, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ১০ টাকা করে কমেছে। ইভিএম নিউজ