বিস্ফোরক

ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: সিবিআই তদন্তে বিস্ফোরক সুজন 

 

রবিবার ফিরহাদ হাকিম, মদন মিত্র ও হালিশহর ও কাঁচরাপাড়ার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি সহ বেশ কিছু জায়গায় সিবিআই হানা দেয়। এই প্রসঙ্গে বামনেতা সুজন চক্রবর্তী বলেন,  সিবিআই তদন্ত তো রোজ হচ্ছে। বুঝতে পারা যাচ্ছে না এইটা তদন্ত হচ্ছে, নাকি আই ওয়াশ হচ্ছে।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি

পুরনিয়োগের ক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে তাতে কোন সন্দেহ নেই। রাজ্য সরকার কোনও তদন্ত করেনি। কোর্ট এর নির্দেশে সিবিআই তদন্ত করছে। তদন্ত হলে সবটা খুজে বার করা যাবে। তদন্তকে ধামা চাপা দেওয়ার জন্য দিল্লি ও রাজভবন অনেক করা হয়েছে। তদন্ত যাতে ধামা চাপা না পরে সেইদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। অপরাধি ধরা পরুক, তাঁদের শাস্তিরও তিনি দাবি করেন। তদন্ত যেন এইখানেই শেষ না হয়। দোষীদের গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, বাংলার মান সম্মান সব সর্বনাশ হয়ে গেছে। এইটা কখনও মেনে নেওয়া যায় না। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর