সিকিমে

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টি, হড়পা বান, ভয়াল রূপ তিস্তার

সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টি। সেই সঙ্গে দোসর হড়পা বান। হড়পা বানের ধ্বংসলীলা গোটা সিকিম জুড়ে।

নিম্নচাপের দাপটে অতিষ্ঠ জনজীবন

প্রসঙ্গত জানা গিয়েছে, মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে সিকিমের অন্তর্গত লোনাক হর্দে হরপা বান। বাঁধ ভেঙে জল চলে যায় তিস্তা নদীতে। যার কারনে ব্যাপক জলস্ফীতি তিস্তায়।

ধ্বংসলীলা চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে। জানা গিয়েছে, একটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও পর্যন্ত ২৩ জন সেনা নিখোঁজ বলে খবর। তাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

তিস্তার এই ভয়াল রূপ দেখলে শিহরিত হতে হয়। প্রসঙ্গত তিস্তার গতিপথে রয়েছে গজলডোবা ব্যারেজ ও দোমোহিনী, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ। এই জায়গা গুলিও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর