সামনেই

ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: সামনেই বড়দিন | ফের চড়া চিকেন ও ডিমের দাম 

সামনেই বড়দিন। আর আসন্ন বড়দিনের মুখেই ফের চড়া হচ্ছে ডিম ও চিকেনের দাম। আজ শহরের বাজারে একটি পোল্ট্রির ডিম বা একটি চিকেনের দাম কতো? আসুন এক নজরে দেখে নেওয়া যাক।

কলকাতার বাজারে অন্ধ্র থেকে আসে পাইকারি পোলট্রি ডিম। সেই ডিমের দাম আজ ৭ টাকায় পৌঁছাল। ফলে খুচরো বাজারে তার দাম পৌঁছালো সাড়ে ৭ টাকায়। বাজারে যেহেতু এখন আর ৫০ পয়সা উপলব্ধ নেই, তাই সব মিলিয়ে আজ শহরের বাজারে একটি পোল্ট্রির ডিমের কার্যকরী দাম দাঁড়ালো ৮ টাকা। তবে শুধু পোল্ট্রির ডিমই নয়। এর সাথে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিকেনের দামও। উল্লেখ্য, দিন সাতেক আগেও চিকেনের দাম ঘোরাফেরা করছিল ১৯০ থেকে ২০০ টাকার মধ্যে। 

বিক্রেতাদের বক্তব্য, প্রতিদিন গড়ে ৫ টাকা করে বাড়ছে চিকেনের দাম। আর আজ কলকাতায় এর দাম ২৩০ টাকা। ক্রেতাদের বক্তব্য, পুরনো স্টক থাকলেও কেউ কেউ চিকেন বিক্রি করছেন নতুন দামে। ফলে কবে ডিম ও চিকেনের দাম স্বাভাবিক হবে তাতেই আশায় বুক বেধেছেন ক্রেতারা।

বিক্রি নেই কাঠের আসবাবপত্রের | মাথায় হাত বিক্রেতাদের

যদিও প্রতি বছর বড়দিন ও নতুন বছর উপলক্ষে ডিম ও চিকেনের দাম থাকে আকাশ ছোঁয়া। ফলে মধ্যবিত্ত বাঙালিদের পকেটে দাম কমার আশায় যথেষ্ট প্রমাদ গুণতে হয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর