ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: সংসদে উপরাষ্ট্রপতি জগদীপকে নিয়ে ‘মিমিক’ | ক্ষুব্ধ ধনখড়
এবার বিতর্ক জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯ ডিসেম্বর অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। এদিন লোকসভার ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। মঙ্গলবার সকাল থেকে সংসদের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদরা। অভিযোগ, সেই সময় উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে ‘মিমিক’ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই ভিডিও করেন রাহুল গান্ধী।
রাম মন্দির: আমন্ত্রন আদবানি জোশিকে
সংসদে হামলার পর থেকেই উত্তাল হতে দেখা যায় সংসদের ২ কক্ষই, ইতিমধ্যে শতাধিক বিরোধী সাংসদ দফায় দফায় শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত হয়েছেন। আর মঙ্গলবার সংসদের সামনে বিক্ষোভ দেখানর সময় উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়রের অঙ্গভঙ্গি করে ‘মিমিক’ করার অভিযোগে নয়া বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এরপরেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ জগদীপ ধনখড়। তিনি বলেন, কোনও সাংসদের কাজ থেকে এমন ঘটনা আশা করা যায় না। অন্যদিকে তিনি নাম না করে নিশানা করেন রাহুল গান্ধিকেও। অভিযোগ, কল্যাণ মিমিকের ভিডিও রেকর্ড করে দিচ্ছিলেন রাহুল গান্ধি। সেই প্রসঙ্গ টেনে রাহুলকেও নিশানা করেন জগদীপ।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কথা বলার ধরন ও তার শরীরি ভাষা নকল করেছেন। এর প্রেক্ষিতে বিজেপি নেতা সুনীল দেওধর এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, “এই হল ‘ইন্ডিয়া’র আসল রূপ। সংসদ চত্বরে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে ঠাট্টা করা হচ্ছে, আর প্রবীণ যুব নেতা রাহুল গান্ধী ভিডিয়ো বানিয়ে হাসছেন।”