ব্যুরো নিউজ, ১৩ ডিসেম্বর: শ্রমিক বিক্ষোভে উত্তাল হলদিয়া বন্দর
শ্রমিক বিক্ষোভে উত্তাল হলদিয়া বন্দর। পিএফের টাকা নিয়ে সমস্যার জেরে বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও মেলেনি সমাধান সূত্র। ফলে বুধবারও সেই একই ছবি ধরা পড়ল।
লোকসভায় অনুপ্রবেশকারীকে ঘাড় ধরে পাকড়াও করলেন বিজেপি সাংসদ
বুধবার সকাল থেকেই উত্তাল হলদিয়া বন্দর চত্বর। একসঙ্গে কর্মবিরতিতে ২৫০০ শ্রমিক। তাতেই পুরোপুরি স্তব্ধ হয়ে গেল হলদিয়া বন্দর। ফিরে গেল বন্দরমুখী জাহাজ। লাগাতার বিক্ষোভের জেরে অচলাবস্থা গোটা বন্দর চত্বর। বিক্ষোভ ও কর্মবিরতির জেরে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন বন্দরের জেনারেল ম্যানেজার (ট্রাফিক) অভয়কুমার মহাপাত্র।
অভয়কুমার মহাপাত্র বলেন, বন্দরে একটি জাহাজে ১৬০০টন পণ্য খালাস বাকি ছিল। কিন্তু, তার সেলিং বাতিল হয়ে গিয়েছে। একাধিক বার্থে জাহাজ থেকে পণ্য নামানো হলেও বার্থ থেকে পণ্য সরানো বন্ধ হয়ে গিয়েছে। ড্রাইভাররা কাজ করেনি বলেই এই অবস্থা। চাপ বাড়ছে বিদেশি জাহাজগুলির ক্ষেত্রে। কর্তৃপক্ষ সাফ জনাচ্ছে, এই ঘটনার জন্য দ্রুত কড়া পদক্ষেপ করা হবে। এক হ্যান্ডেলিং এজেন্টকে শোকজ করা হতে পারেও বলে শোনা যাচ্ছে।
শ্রমিকদের টাকা অনৈতিকভাবে কেটে নেওয়া হচ্ছে। হলদিয়াতে শ্রমিক শোষন চলছে বলে অভিযোগ তুলেছেন বাম নেতা পরিতোষ পট্টনায়ক। তবে আলোচনার মাধ্য়মেই সমস্যা সমাধানের কথা বলেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি। ইভিএম নিউজ