চালু

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: শিগগির চালু হতে চলেছে কলকাতা থেকে শিলিগুড়ি বাস পরিষেবা

যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও  আসানসোল থেকে রাত্রিকালীন শিলিগুড়িগামী বাস পরিষেবা চালু হয়ে যাবে। শুরুতে এই বাস পরিষেবা চালু করা হবে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত। আপ ও ডাউনের পরিষেবা দেবে দুটি বাস। পরবর্তীতে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে একটি বাস পরিষেবা শুরু হবে ও বাঁকুড়া থেকেও আরও একটি বাস পরিষেবা পাওয়া যাবে শিলিগুড়ির জন্য।

দার্জিলিঙে পর্যটক কর

নিগমের চেয়ারম্যান জানিয়েছেন, এই সকল বাসগুলিতে যাত্রীদের জন্য থাকবে পুশ ব্যাক আসনের ব্যবস্থা। বাসগুলি হবে ডিলাক্স ক্যাটাগরির। দু’পাশে দু’টি করে পুশ ব্যাক আসনের সুবিধা পাওয়া যাবে এই ডিলাক্স ক্যাটাগরির বাসে। তিনি আরও জানান, তাঁদের কাছে এখন ৯০টি সিএনজি-চালিত বাস রয়েছে। আরও ৯০টি নতুন বাস তাঁরা পেতে চলেছেন। এ ছাড়াও আসতে চলেছে কিছু ডিজ়েল চালিত বাস। আগামী তিন মাসের মধ্যে দৈনিক ৮০০ টি বাস দূরপাল্লার বিভিন্ন রুটে চালানোর বিষয়ে তাঁরা আশাবাদী।

এর পাশাপাশি জানা গিয়েছে যে, এই বাসের ভারাও খুব একটা বেশি হবেনা। ফলে কিছুটা হলেও এতে স্বস্তি পেয়েছে ভ্রমন প্রেমীরা। ১১ ঘণ্টার এই পথ সফরের জন্য যাত্রীদের খরচ করতে হবে মাত্র ৫০০ টাকা। এই পরিষেবা চালু হলে এর চাহিদা অনেক তুঙ্গে থাকবে বলে মনে করছে অনেকেই। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর