শাহকে

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: শাহকে চিঠি সায়নীর | কী লিখলেন যুব নেত্রী?


বুধবার শাহী সভা করতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব বিজেপি। এদিকে অমিত শাহের সভাকে কেন্দ্র করে সাজো সাজো রব শহরে। ট্রেন -বাস ভাড়া করে দলে দলে কর্মী ও সমর্থকেরা এসেছেন বিজেপির মেগা সমাবেশে। দুর্নীতির অস্ত্রে যখন শান দিচ্ছে বিজেপি, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশির চিঠি লিখলেন তৃণমূল নেতা- নেত্রীরা।

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

বুধবার সকালেই অমিত শাহের উদ্দেশে দু পাতার খোলা চিঠি লিখেছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। চিঠি লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।


অমিত শাহকে লেখা চিঠিটি সায়নী ঘোষ তাঁর X- হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে লেখা, বিজেপি নেতারা বারবার বাংলায় আসছেন, তবে বাংলাকে যে আর্থিক বঞ্চনা করা হয়েছে, তার কোনও সুরাহা হচ্ছে না। তাঁর দাবি, বিভিন্ন এজেন্সি দিয়ে বারবার হেনস্থা করা হচ্ছে বিরোধী দলের নেতাদের। সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাও খুব একটা ভাল নেই মোদী সরকারের আমলে। সায়নীর আর্জি বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন। একটি ভিডিয়ো বার্তায় সায়নী বলেন, ‘উনি বারবার রাজ্যে আসেন। তবে তাতে রাজ্যের মানুষের বিশেষ কোনও লাভ হয় না।’

যুবনেত্রী তাঁর খোলা চিঠিতে মনে করিয়ে দিয়েছেন, ১০০ দিনের কাজের জন্য ৭ হাজার কোটি টাকা প্রাপ্য বাংলার। শুধু বিজেপি নেতারা নয়, বরং অমিত শাহের সঙ্গে আর্থিক অনুদানও যেন রাজ্যে আসে, তেমনটাই দাবি করেছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর