শহরে পর পর অগ্নিকাণ্ড

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কখনও ভোরে বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ঘর ও দোকান, কখনও আবাসনের সিঁড়ির নীচের মিটার বক্স থেকে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে। রাস্তার ধারের গুমটি কাঠের গুদাম বা দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার কোন রাশির জন্য শুভ, কারা সতর্ক থাকবেন? জ্যোতিষের বিশেষ পরামর্শ

শহরে অগ্নিকাণ্ডের পরিসংখ্যান:

লালবাজারের রিপোর্ট অনুযায়ী গত ১৫ দিনে কলকাতা পুলিশ এলাকায় ২৫টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শেষ ১০ দিনে অগ্নিকাণ্ডের সংখ্যা ১৮টি। দিন কয়েক আগে উল্টোডাঙা স্টেশনের কাছে বস্তিতে ভোররাতে আগুন লেগে ১০-১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্তে জানা গিয়েছে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল যদিও প্রাণহানি হয়নি।এর কয়েক দিন আগেই কাঁকুলিয়া রোডে ধূপের আগুন থেকে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া যাদবপুর, নারকেলডাঙা, সার্ভে পার্ক ও মুচিপাড়া এলাকায় পর পর আগুনের ঘটনা দেখা গিয়েছে।দমকল বিভাগ আগুন নেভানোর জন্য শহরের বিভিন্ন জায়গায় ইঞ্জিন মজুত রাখার পাশাপাশি সরু গলির মতো দুর্গম এলাকায় পৌঁছতে মোটরবাইক ব্যবহারের পরিকল্পনা করছে। মোটরবাইকে প্রাথমিক দমকল সরঞ্জাম রাখা হচ্ছে যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

শীতে এসি বন্ধ করার আগে মেনে চলুন এই যত্নের টিপস

দমকলকর্মীদের মতে অনেক সময় সরু গলিতে বড় দমকল গাড়ি ঢোকার জায়গা খুঁজতেই দেরি হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। সেই সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বস্তি ও ঘিঞ্জি এলাকায় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও দমকল বিভাগ বিশেষ উদ্যোগ নিচ্ছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর