কলকাতায় আসছেন আরজেন্টাইন বিপ্লবী এবং কিউবা বিপ্লবের কান্ডারী চে গেভারার মেয়ে এবং নাতনি। সর্ব ভারতীয় পিস অ্যান্ড সলিডারিটির অরগানাইজ্যাশনের ব্যাবস্থাপনায় কিউবার বিপ্লবী কন্যা ও নাতনি কলকাতায় পা রাখতে চলেছেন। ২০১১-য় ক্ষমতা থেকে চলে যাওয়া বামেদের রক্তক্ষরণ ছিল অব্যাহত। কিন্তু গত কয়েক মাসে রাজ্য রাজনীতির রণাঙ্গনে বামেরা ধীরে ধীরে প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছেন। আর তারই হাত ধরে বামেদের বাড়তি অক্সিজেন যোগাতে পারে চে-কন্যা ও নাতনির পদার্পণে। চে-কন্যা আলেঈদা গেভারা এবং নাতনি এস্তোফানিয়া গেভারার কলকাতায় একগুচ্ছ কর্মসূচী রয়েছে। চলতি মাসেরই ২০ জানুয়ারি সকালে বিমানবন্দরে নামবেন তাঁরা। সেখানে তাঁদের প্রথমে সংবর্ধনা দেওয়া হবে। তারপর তাঁরা চলে যাবেন রাজারহাট নিউটাঊনের অ্যারিস্ট্রোক্যাট হোটেলে। দুপুরের পর সেখান থেকে আলেঈদা এবং এস্তোফেনিয়া যাবেন বরানগর আইএসআইতে। এখানেই ১৯৫৯ সালে চে কলকাতা সফরে এসে আইএসআইতে গিয়েছিলেন। এবারে চে গেভারের কন্যা ও নাতনিকে এখানে সংবর্ধনা দেওয়া হবে।
এরপর গেভারার পরিবারের সদস্যারা যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ছাত্র ছাত্রীদের সঙ্গে অর্থনীতি বিষয়ক আলাপচারিতা করবেন এস্তোফেনিয়া। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান গাইবেন সাত্যকি, দুর্নিবার সাহা সহ প্রমুখ। এরপর ২১ জানুয়ারি আলেঈদা এবং তাঁর মেয়ে যাবেন চন্দননগরে। সেখানে তাঁদের বামপন্থী মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে । তারপর তাঁরা কলেজ স্ট্রিট কফি হাউসে যাবেন। মৌলালি যুব কেন্দ্রে চিকিৎসকদের একটি সেমিনারেও যোগ দেবেন চে-কন্যা। ২২ জানুয়ারি ভোর পাঁচটা ৪৫ মিনিটের উড়ানে তাঁরা কলকাতা ছাড়বেন।