চে কন্যার বঙ্গ সফর
হৃদয়ে চে গেভারা। এই বার্তা নিয়েই শহর কলকাতায় সারাদিন চষে বেড়ালেন চে-কন্যা আলেঈদা গেভারা এবং তাঁর নাতনি এস্তেফানিয়া মাচিন গেভারা। চন্দননগরের পরিবর্তে উত্তরপাড়ায় গণসংবর্ধনা চে-তনয়া ও চে-নাতনিকে। বিশ্ব শান্তি ও সংহতি সংস্থা এবং বাম গণ-সংগঠনের পরিচালনায় শনিবার উত্তরপাড়ায় আসেন চে-র চিকিৎসক কন্যা ও তাঁর মেয়ে। উত্তরপাড়ার গণভবনে তাঁদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁদের এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে শুরু