
শহরে আসছেন চে-র মেয়ে ও নাতনি
কলকাতায় আসছেন আরজেন্টাইন বিপ্লবী এবং কিউবা বিপ্লবের কান্ডারী চে গেভারার মেয়ে এবং নাতনি। সর্ব ভারতীয় পিস অ্যান্ড সলিডারিটির অরগানাইজ্যাশনের ব্যাবস্থাপনায় কিউবার বিপ্লবী কন্যা ও নাতনি কলকাতায় পা রাখতে চলেছেন। ২০১১-য় ক্ষমতা থেকে চলে যাওয়া বামেদের রক্তক্ষরণ ছিল অব্যাহত। কিন্তু গত কয়েক মাসে রাজ্য রাজনীতির রণাঙ্গনে বামেরা ধীরে ধীরে প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছেন। আর তারই হাত ধরে বামেদের বাড়তি অক্সিজেন যোগাতে পারে