ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: লোহার ফলা বের করে প্রৌঢ়কে স্বাভাবিক জীবন দিলো এসএসকেএম
৫৩ বছর বয়সী প্রৌঢ় বরুণ অধিকারী। তিনি বেহালার বাসিন্দা। সূত্রের খবর, গত ১৫ ই নভেম্বর অর্থাৎ বুধবার তিনি তার বাড়িতে লাইট ঠিক করছিলেন। হঠাৎই বাড়ির সামনে ঝোলানো আলোয় সমস্যা দেখা দেয়। এরপর মইয়ে উঠে তা ঠিক করছিলেন তিনি। এরপর তিনি আচমকাই মই থেকে পড়ে যান। নীচে থাকা লোহার গ্রিলের দরজার ছুঁচলো ফলায় তার হাত গেঁথে যায়। তার সেই হাত থেকে লোহার ওই ফলা বের করে ওই প্রৌঢ়কে স্বাভাবিক জীবনে ফেরাল এসএসকেএম হাসপাতাল।
সূত্রের খবর, গেটের ছুঁচলো রড বরুণের হাতের তালু ভেদ করে ঢুকে দুই আঙুলের মাঝখান দিয়ে বেরোয়। ফলে রডের কিছুটা অংশ ভেঙেও যায়। হাতের মধ্যে গেথে যাওয়া অংশ শুদ্ধই, ওই প্রৌঢ়কে এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয় পরিজনদের দ্বারা। তড়িঘড়ি প্লাস্টিক সার্জারি বিভাগ অস্ত্রোপচার শুরু করে। বিভাগীয় প্রধান অরিন্দম সরকার জানান, রড ঢুকে ওই প্রৌঢ়ের হাতের টেন্ডন (শক্ত ও মোটা তন্তু, যা দিয়ে মাংসপেশি হাড়ের সঙ্গে যুক্ত থাকে) কেটে গিয়েছিলো ও দু’টি হাড় ভেঙে গিয়েছিলো। অস্ত্রোপচার করে সব কিছু ঠিক করে দেওয়া হয়েছে। ইভিএম নিউজ