আইপিও

রাজীব ঘোষ, ১৯ অক্টোবর: লোকসভার আগে শেয়ার মার্কেটে বিরাট মুনাফার সুযোগ!

নতুন বছরের শুরুতেই শেয়ারবাজারে একটা বড় মুনাফার সুযোগ আসতে চলেছে। নিয়মিত যারা স্টক মার্কেটের খোঁজ রাখেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, ২০২৪ সালের শুরুর দিকেই ৩১ টি আইপিও বিক্রির জন্য অফার করা হয়েছে। এই মুহূর্তে শেয়ার বাজারে প্রবেশ করার জন্য ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোম্পানি আইপিও (IPO) তৈরি করেছে।

কালীঘাটের কাকুকে দেখতে সকাল-বিকাল SSKM-এ ইডি

এছাড়াও ২০২৪ সালে শেয়ার মার্কেটে IPO-র রমরমা হয়ে যেতে পারে। যা জানা যাচ্ছে তাতে, ২০২৪ সালের মাঝামাঝি ২৮টি কোম্পানি শেয়ার বাজারে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। ফলে একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিও বিক্রি করে এই ২৮টি কোম্পানি প্রায় ৩৮ হাজার কোটি টাকা তোলার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে। SEBI-র অনুমোদন পাওয়ার জন্য ৪১টি সংস্থা ৪৪ হাজার কোটি টাকার আইপিও চালুর অপেক্ষায় রয়েছে।

২০২৪ সালের শুরুর দিকেই শেয়ার মার্কেটে এত বেশি পরিমাণে আইপিও চালু হওয়ার ফলে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগেই এই আইপিও গুলি স্টক মার্কেটে বিক্রি শুরু হয়ে যেতে পারে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী দেশের স্টক মার্কেটে তিনটি প্রযুক্তি কোম্পানি একযোগে ১২ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কোম্পানি গুলি হল TATA Tech IPO এবং OYO IPO

২০০৪ সালে টাটা গ্রুপ TCS-এর শেয়ার বাজারে নথিভুক্ত করেছিল। এবার প্রায় ১৯ বছর পরে টাটা টেক আইপিও লঞ্চ করতে চলেছে। এই আইপিও বিক্রির জন্য ১০০ শতাংশ অফার করা হবে। অফার ফর সেলের অধীনে আইপিওতে ৮১১ লাখ শেয়ার অফার করা হবে বলে মনে করা হচ্ছে।

এবার Oyo আইপিও বিক্রির মাধ্যমে ৮৩০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। তার মানে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই বহু আইপি ও শেয়ার মার্কেটে প্রবেশ করতে চলেছে। তাছাড়া সামনের বছরের মাঝামাঝি সময়ে JNK India, API Surendra Park Hotels, India Shelter Finance Corporation, Go Digit Insurance-এর মতো অনেক বড় কোম্পানিও স্টক মার্কেটে আইপিও আনতে চলেছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর