ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর: লোকনাট্যের দ্বারা লটারি বিক্রি। রাস্তায় রাস্তায় ঘুরে লটারির টিকিট বিক্রি, তারই ফাঁকে বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র সেন।
সংস্কৃতি ও শিল্পকলার প্রতি নিজের ভালোবাসাকে তিনি মিশিয়েছেন ভাগ্য পরীক্ষার লটারি বিক্রির মধ্যে। গম্ভীরা, পালাটিয়া, লেটো, আলকাপের মতো বৃহত্তর মঞ্চ না থাকলেও তিনি তাঁর জীবনযুদ্ধে বেঁধে রেখেছেন লোকনাটকের সুর।
বাংলার গ্রাম পেল ভারতসেরার তকমা
কৃষ্ণচন্দ্র সেনের বাড়ি ময়নাগুড়ির আমগুড়ি অঞ্চলে। বয়স ৬৫। তিনি আংশিক প্রতিবন্ধী, তবুও জিবঅনে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
একটি ভ্যান-রিক্সা নিয়ে লটারি বিক্রি করেন কৃষ্ণচন্দ্র সেন। সাধারণ মানুষকে উপহার দেন তাঁর লোকনাট্য। মানুষ আকৃষ্ট হয়ে লটারিও কাটেন। লোকনাট্যের সংজ্ঞা হল লোকজীবনের কাহিনীর উপর ভিত্তি করে মুখে মুখে রচিত ও অভিনীত নাটক।
ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র সেন কবিতার ছন্দে লটারি টিকিট বিক্রির পাশাপাশি পারিবারিক জীবনের কথাও তুলে আনেন, যা অনেক সময় তাৎক্ষণিক ভাবনার ফসল। পথচলতি মানুষের জন্য লোকনাট্যের সব উপাদান রয়েছে তাঁর পালায়। ইভিএম নিউজ