নিলাম

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: লিথিয়ামের নিলাম শুরুর উদ্যোগ 

লিথিয়াম ও গ্রাফাইট সহ ২০ টি খনিজ দ্রব্যের নিলাম শুরুর উদ্যোগ নিলো কেন্দ্রীও সরকার। কেন্দ্রীও খনি মন্ত্রকের সচিব ডি এল কান্তা জানান, গত সপ্তাহেই লিথিয়াম সহ ৩ টি খনিজ পদার্থের উত্তোলনে রয়্যালটির হার নির্দিষ্ট করেছিলো কেন্দ্রীও সরকার। বর্তমানে লিথিয়ামের গুরুত্ব বেড়েছে অত্যাধিক পরিমানে।

পীযুষের সঙ্গে দেখা না হওয়ায় দুঃখিত মাস্ক

কারন ব্যাটারি চালিত সমস্ত গাড়ির ব্যাটারি তৈরি করতে লিথিয়াম অত্যন্ত জরুরী। বিশেষজ্ঞরা বলছেন, কয়লা এখন অতীত। আর পেট্রোপন্য ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ফলে লিথিয়ামের ব্যাটারি চালিত গাড়িই ভবিষ্যৎ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর