আতঙ্কে

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: রাস্তায় ফাটল | আতঙ্কে এলাকাবাসী

বারাবনি গ্রাম পঞ্চায়েতের ভানুরা কোলিয়ারি রানা কালী মন্দিরের কাছে রাস্তার উপরে ফাটল দেখা যায় গতকাল সন্ধ্যায়। এরপর থেকেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বারাবনি থানায়।

হাওড়াতেই ‘মিনি ডুয়ার্স’! শীতের শুরুতেই পারফেক্ট ডে-ট্রিপ!

ঘটনাস্থলে পুলিশ এসে এই রাস্তাটিকে ব্যারিকেট করে দেয়। স্থানীয় মানুষদের বলা হয় যাতে এখান থেকে কেউ যাতায়াত না করে।

তারপর আজ সকাল থেকে বিভিন্ন কর্তৃপক্ষ এসে জায়গাটি  দেখে যান। কিন্তু এখনও পর্যন্ত কোনও সূরাহা হয়নি বলে অভিযোগ স্থানিয়দের।

এই রাস্তার সামনে একটা বহুৎ পুরনো কালী মন্দির রয়েছে, সেই কালীমন্দিরের দেয়ালেও ফাটল দেখা গিয়েছে। এর ১০০ ফুট দূরেই তিনটে পারা আছে তারমধ্যে হলো সিংহবাহিনী, রানা ভূইয়াপাড়া আর রানা বাউরি পাড়া। এখানকার স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর