ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: রাজভবনে অভিষেক
রবিবার রাত ৮ টায় কলকাতায় ফিরেছেন রাজ্যপাল আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে নেমে রাজ্যপাল জানান, তাঁকে ফিরতে অনুরোধ করেছে রাজ্যের শাসক দল। তাঁর সঙ্গে দেখা করতে আসতে পারেন আন্দোলনকারীরাও।
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, “রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না চলবে।”
উলুবেরিয়া পুরসভাতে সিবিআই তল্লাশি
কিন্তু এদিকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যপাল আনন্দ বোস। সেই সময় পথেই তাঁকে কালো পতাকাও দেখায় তৃণমূলের মহিলা কর্মীরা। এরপরই উত্তরবঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।
রবিবার রাতে বিমানবন্দরে নেমে রাজ্যপাল জানান, বাইরে তাকে তৃণমূল ‘GO BACK’ বললেও, শাসক দলই তাঁকে রাজভবনে ফিরতে অনুরোধ করেছেন। সেই জন্যই তিনি শীঘ্রই ফিরে এসেছেন। তিনি এটাও জানান, যে রাজভবনের দরজা ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য খোলা। তাই সেই সময়ের মধ্যে যে কেউ তাঁর সঙ্গে দেখা করতেই পারেন। যে কোনও দলের যে কোনও নেতাও আসতে পারেন।
এরপরই আজ রাজভবনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ৩০জনের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাজভবনে অভিষেক। ইভিএম নিউজ