ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: রবিবাসরীয় ইডেনে উচ্ছ্বাস
প্রকাণ্ড নীল সমুদ্রের মাঝে এক চিলতে সবুজ! রংয়ে, বাহারে, বৈভবে রবিবাসরীয় ইডেন। ৬৫ হাজার দর্শকে ঠাসা গ্যালারি! বাইরের ময়দান চত্বরেও সমান তালে উন্মাদনার ঢেউ। আর সেই নীল খরস্রোতেই খড়কুটোর মতো ভেসে গেল দক্ষিণ আফ্রিকা।
‘ভারতের গর্বের মুহূর্ত’ ম্যাচ জেতার পর মন্তব্য রাজ্যপাল বোসের
বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচে ২৪৩ রানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রোহিত-বিরাট ব্রিগেড। ভারতের ৫ উইকেটে ৩২৬ রানের জবাবে মাত্র ৮৩-তেই থমকে গেল দক্ষিন আফ্রিকার দৌড়। রবীন্দ্র জাদেজা একাই তুলে নেন পাঁচটি উইকেট।
তবে খেলার অন্যতম আসল নায়ক ‘বার্থডে বয়’ কিং কোহলি। ৩৫তম জন্মদিনে তিনি স্পর্শ করলেন শচীন তেন্ডুলকরের সর্বাধিক ৪৯টি ওয়ান ডে শতরানের কীর্তি। আর রোহিত-বিরাট ব্রিগেডের এই অসাধারন কীর্তিতে উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ