পদ্মভূষণ

ব্যুরো নিউজ, ২৬ জানুয়ারি: মিঠুনের পদ্মভূষণ ‘বেইমানি আর কুৎসা’ করার পারিশ্রমিক: কুণাল

প্রতি বছর ২৬ জানুয়ারির আগে কেন্দ্র পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করে। বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে বাংলার তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। তিনি পদ্মভূষণ পাচ্ছেন। তাঁর এই পদ্ম পুরস্কার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসে।
https://twitter.com/KunalGhoshAgain/status/1750576806930059747?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1750576806930059747%7Ctwgr%5E2f7e93b918885834c3ce3883ba403b607b9ab608%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fkunal-ghosh-takes-a-dig-at-mithun-chakrabarty-on-padmashree-award-1000209.html
নাম না করে দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে ২০১৪-এর পর যে কোনও সময় পেতেন। এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার’।
এর পাল্টা কুণালকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, “তিন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা পদ্ম পুরস্কার পাচ্ছেন, আর তা নিয়ে সাড়ে ৩ বছর জেল খাটা একজন কটাক্ষ করছেন”।
তিনি আরও বলেন, মিঠুনদা তো তাঁর জীবনের একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন। কুণাল ঘোষকে পেলে উত্তর কলকাতার লোকজনই এর জবাব দিন সেটাই দাবি সুকান্তের। এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানো নিয়েও জলঘোলা হয়েছিল। সে সময় অবশ্য বিজেপি সরব হয়। সেই সময় বিজেপি নেতৃত্বের বক্তব্য ছিল, রাজনীতি করেই মিঠুন চক্রবর্তীর মতো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর