থিমে

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর: ‘মা তোর একই অঙ্গে এত রূপ’ থিমে চমক সুরুচি সংঘে

নিউ আলিপুরের সুরুচি সংঘ কলকাতার পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম। এবার এই পুজো ৭০ তম বর্ষে পদার্পণ করল।

আলিপুর সর্বজনীনে থিমে চমক ‘মগের মুলুক’

পশ্চিমবঙ্গের কোণে কোণে লুকিয়ে থাকা শিল্পকে তুলে এনেই তাদের এ বছরের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’ ৷ ‘সুরুচি সংঘের মণ্ডপে মিলবে বাংলার বিভিন্ন শিল্পের পরিচয়। বিভিন্ন এলাকার হস্তশিল্প ব্যবহৃত হয়েছে মণ্ডপসজ্জায়। সঙ্গে সম্পূর্ণ মণ্ডপে রয়েছে সুতোর কাজ।

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় গড়ে উঠেছে মণ্ডপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সংঘের থিম সং লিখেছেন। এই বছর সুরুচি সংঘের পুজো পরিবেশবান্ধব বলে দাবি উদ্যোক্তা দের। আর মায়ের এই অপরূপ রুপ ও মণ্ডপ সজ্জা দেখতেই ভিড় দর্শনার্থীদের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর