সঙ্কল্প দে, ৭ এপ্রিলঃ ময়নাগুড়িতে পালিত হল হনুমান জন্মজয়ন্তী উৎসব। বৃহস্পতিবার ময়নাগুড়ির মাড়োয়াড়ি জনকল্যাণ সমিতি ভবনে অঞ্জনি ভজন মন্ডল সদস্যদের উদ্যোগে মহা ধুমধামে পালিত হল হনুমান জন্ম উৎসব। এদিন প্রচুর ভক্ত তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পূজা দেন। চলে কীর্তন-ভজন, সন্ধ্যা আরতি অনুষ্ঠান। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূজা কমিটির পক্ষ থেকে বজরং লাল হীরাউত বলেন, যদিও এটা মাড়োয়াড়ি সম্প্রদায়ের পুজো কিন্তু এখানে সব সম্প্রদায়ের মানুষই পুজো দিতে আসেন এবং প্রসাদ গ্রহণ করেন। প্রতিবারের মতো এবারও তারা এই হনুমান জন্ম উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছেন একই রকম জাঁকজমকের সঙ্গে। গত ৪০ বছর ধরে তারা এই উৎসব পালন করছেন।