ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: মদনের অস্ত্রোপচারের পরেও উদ্বেগ কাটছে না!
বুধবার এসএসকেএম হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার হয় মদন মিত্রের। জানা যায়, বিধায়ক মদন মিত্রের অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, সন্ধ্যায় মদন জানান, তাঁর অস্ত্রোপচার হওয়া জায়গায় ব্যথা হচ্ছে। এরপর রাতের দিকে আচমকাই খিঁচুনি হতে থাকে মদন মিত্রের। অস্ত্রোপচারের পর ফের খিঁচুনি হওয়ায় উদ্বিগ্নে চিকিৎসকেরা।
শুভেন্দুর জন্মদিনে পুজো-প্রার্থনা
মদন মিত্রের অস্ত্রোপচারের পরেও কাটছে না উদ্বেগ! বৃহস্পতিবার রাতে ফের খিঁচুনি শুরু হয় মদন মিত্রের। দীর্ঘক্ষণ সেই খিঁচুনি হওয়ায় সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা প্রয়োজনীয় ব্য়বস্থা নেন। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন মদন মিত্র।
গত সপ্তাহে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধ্রিনমু মদন মিত্র। বাঁ কাঁধের হাড় ভাঙে যাওয়ায় অস্ত্রোপচার হয় বিধায়কের। এরপর আবারও খিঁচুনি হওয়ায় উদ্বিগ্নে চিকিৎসকে। এসএসকেএমের আইটিইউয়ে চিকিৎসাধীন মদন মিত্র। ইভিএম নিউজ