ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: ‘ভারতের গর্বের মুহূর্ত’ ম্যাচ জেতার পর মন্তব্য রাজ্যপাল বোসের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি রাজ্যের রাজ্যপাল আনন্দ বোস। তিনি জানান, এটা ভারতের গর্বের মুহূর্ত। এটা গর্বের মুহূর্ত ক্রিকেটের জন্য, এটা গর্বের মুহূর্ত খেলাধুলার জন্য। পাশাপাশি এদিন তিনি BCCI-কেও ধন্যবাদ জানান।
জন্মদিনেই বিরাট রেকর্ড! ইডেনেই সচিনের রেকর্ড ছুলেন কোহলি
ইডেনে ভারত- দক্ষিন আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে উঠেছে কালোবাজারির অভিযোগ। সেই খবর কানে যেতেই সিএবি-র তরফে দেওয়া টিকিট ফেরৎ পাঠিয়েদন রাজ্যপাল। আর বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করা হয় রাজভবনের মাঠে। সাধারণ মানুষকে রাজভবনে ওয়াইডস্ক্রিনে ম্যাচ দেখার সুযোগ করে দেন রাজ্যপাল আনন্দ বোস। 'ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ' ভিত্তিতে এই সুযোগ দেওয়া হয় ৫০০ জন ক্রিকেট প্রেমীদের। একই সঙ্গে সকলের সাথে রাজভবনের মাঠে বসে ম্যাচও দেখেন রাজ্যপাল। ইভিএম নিউজ