ব্যুরো নিউজ, ৭ জানুয়ারি: ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ বিরোধী দলনেতার
‘মীনাক্ষী তৃণমূলকে চোর বলবেন, আর ওঁর জ্যাঠা একসঙ্গে বিরিয়ানি খাবেন’। ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
কোথায় শাহজাহান? কী জানালেন তাঁর ভাই?
ইনসাফ যাত্রার সাফল্যের পড়ে আজ কলকাতায় DYFI-এর বড় সমাবেশ ব্রিগেড ময়দানে। সেখানে বামেদের প্রতিবাদের মুখ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই নিয়ে সাত সকালেই পারদ চড়তে শুরু করেছে কলকাতা-সহ রাজ্যে। আর এই সমাবেশ নিয়েই বামেদের কটাক্ষ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বললেন, “ওদের কোনও অস্তিত্ব নেই। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো। বিজেপি-কেও যদিও চোর বলেন উনি আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছে”।
লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে শামিল বাম-তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় বৈঠকেও একসঙ্গে অংশ নিয়েছে দুই শিবির। বাংলায় যদিও দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বামেরা। এই বিষয়ে বিরোধী দলনেতা বলেন, “দিল্লিতে পিসি ভাইপো সাধু, আর পশ্চিমবঙ্গে চোর। এই দু’রকম কথা বলে এরা। এঁদের কে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি, কলকাতায় লড়াই, এটা বন্ধ করুন। লড়লে ভাল করে লড়তে হবে। অর্ধেক লড়ে কোনও লাভ নেই।” ইভিএম নিউজ