ব্যুরো নিউজ, ১ মে, শর্মিলা চন্দ্র: প্রাতঃভ্রমণে গিয়ে মহিলার পচা গলা দেহ দেখে আতঙ্কিত প্রাতঃভ্রমণকারীরা। রোজকার মতই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন অনেকেই। তখনই তারা প্রথমে পচা গন্ধ পান। এরপরই দেখতে পান কিছু একটা পড়ে রয়েছে। সামনে গিয়ে দেখেন এক মহিলার পচা গলা দেহ সেখানে পড়ে রয়েছে। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মহিলার মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে রহস্য !
পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। তবে ওইখানে খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে ওখানে ফেলে রেখে গেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা বয়স আনুমানিক ৩২। পেশার যৌনকর্মী অথবা ভিক্ষুক হতে পারেন৷ মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ওই মহিলা কিভাবে খুন হলেন, কে বা কারা তাকে খুন করলো তা জানতে তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ ও লালবাজারের গুন্ডা দমন শাখা



















