অভিযানে

ব্যুরো নিউজ, ১১ অক্টোবর:  ব্যাঙ্ক অভিযানে জেলা শাসক

ভবিষ্যৎ কেডিট কার্ড প্রকল্প বাস্তবিক রুপায়নে গলসির বিভিন্ন ব্যাঙ্কে অভিযান করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। দুয়ারে সরকার প্রকল্পে ভবিষ্যৎ কেডিট কার্ড প্রকল্পে নাম নতিভুক্ত করেছেন গলসির ১নং ব্লকের ২৬০ জন। ২নং ব্লকের ১২০৯ জন। কিন্তু ৩ মাস পেড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ১ জনও লোন পাননি বলে জানা যায়।

লোনের দাবিতে ব্যাঙ্কে বিক্ষোভ দেখান গলসির ১ ও ২ নম্বর ব্লকের আবেদনকারীরা। তবে ব্যাঙ্কের বক্তব্য, অনেক আবেদনকারীর ট্রেড লাইসেন্স নেই। যার জন্যই লোনের প্রক্রিয়া আতকে রয়েছে।

জল কমেছে দামোদরের | নতুন আতঙ্কে স্থানীয়রা

এই অবস্থায় আবেদনকারীদের লোন পাইয়ে দিতে উদ্যোগ নিয়েছে জেলা শাসক। তাই গলসির বিভিন্ন ব্যাঙ্কে অভিযান চালান জেলাশাসক। জেলাশাসকের পাশাপাশি লোন পাইয়ে দিতে উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসনও। ট্রেড লাইসেন্সের কাজে উদ্যোগ নিয়েছেন গলসির ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন।  ইভিএম নিউজ

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর