বেকারি
ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: বেকারি ফ্র্যানচাইজির নামে প্রতারণা
বেকারি সংস্থার ফ্র্যানচাইজির নামে প্রতারণার শিকার হন সল্টলেকের এক বাসিন্দা। বেকারি সংস্থার ফ্র্যানচাইজি নিতে চান? তাহলে যোগাযোগ করুন। এমনই একটি ইমেল আসে সল্টলেকের বাসিন্দা অনিমেষ দত্তর কাছে। ইমেলে পাঠানো নম্বরে যোগাযোগ করলে অনিমেষ দত্তকে আগাম ৫৫ হাজার টাকা জমা দিতে বলা হয়। জানানো হয় অগ্রিম টাকা জমা দিলে তবেই মিলবে ফ্র্যানচাইজি। এরপরই ব্যক্তির দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন অনিমেষ। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা যায়নি। 

বিধাননগর সাইবার ক্রাইম থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন অনিমেষ দত্ত। অনিমেষ দত্তের মতোই বিরিয়ানি সংস্থার ফ্র্যানচাইজির নাম করে কমিশনারেট এলাকায় আরও ৯ জন প্রতারিত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। 
দায়িত্বে এসেই তদন্তে তোরজোড়

তদন্তকারীরা জানান, সংস্থার লোগো জাল করে, ভুয়ো ওয়েবসাইট খুলেও ফ্র্যানচাইজির অফার দিচ্ছে প্রতারকরা। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানান, প্রতারকরা সবসময়ে নতুন পন্থা খোঁজে মানুষকে বোকা বানাতে। সবদিক যাচাই না করে, কাউকে বিশ্বাস করে বিনিয়োগ না করার পরামর্শ দেন তিনি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর