ব্যুরো নিউজ, ৮ ডিসেম্বর: বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ছাদ, জলমগ্ন আদালত
নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি। আর তাতেই করুন অবস্থা আদালতের। জল পড়ছে ছাদ থেকে, ঘরে এক পা জল, গোটা ঘর জলে ভেসে যাওয়ায় কাজেও চরম অসুবিধা।
বর্ধমান সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অবস্থাটা ঠিক এরকমই। আদালত কক্ষের ছাদ থেকে অনর্গল জল পড়ছে। একটানা জল পড়তে থাকায় ছাদ ধ্বসে পড়ার সম্ভাবনা। অন্যদিকে আদালতের গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা প্রকাশ করেছে আইনজীবীরা।
ইজরায়েলি হানা: হামাসের কারণে ধ্বংসস্তুপ গাজা
বর্ধমান আদালতের আইনজীবীরা জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলা জজ কোর্টের একটা গুরুত্বপূর্ণ দফতর এই ভবন। এখানে নানান হলফনামা (affidavit), ১৪৪ ধারা, ১০৭ ধারা -সহ বিভিন্ন কেসের নথি রয়েছে। কিন্তু যেভাবে ছাদ থেকে জল পড়ছে তাতে ওই সব নথি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনবরত ছাদ থেকে জল পড়তে থাকায় জল জমে গিয়েছে কক্ষে। ফলে আইনজীবী-সহ অন্যান্য কর্মীরা আদালত কক্ষে বসে কাজ করতে পারছেন না বলে অভিযোগ।
আদালতের কর্মীরা জানিয়েছেন, বিল্ডিংটি বহু পুরনো। বহুবার প্রশাসনিকভাবে সংস্কারের জন্য জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। বৃষ্টি পড়লেই গোটা ঘর জলে ভেসে যায়। কাজ করার মতো অবস্থা থাকে না। এভাবে ছাদ থেকে জল পড়ায় কর্মীদের আশংকা, যেকোনো সময়েই হুড়মুড়িয়ে ছাদ ধ্বসে যেতে পারে। অবিলম্বে বিল্ডিংটি মেরামত করা উচিৎ। ইভিএম নিউজ