ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর: বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিনে মাল্যদান মালা রায়ের

আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিন। ২৬ সেপ্টেম্বর ১৮২০ সালে ব্রিটিশ ভারতের বীরসিংহ গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ দয়ার সাগরের ২০৩ জন্মদিনে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সন ও সাংসদ মালা রায়।
ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে টাকা জালিয়াতি!
বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় কলকাতায় স্বল্প বেতনের চাকুরীজিবী। মাতা ভগবতী দেবী ছিলেন গৃহপত্নী। মাত্র ৫ বছর বয়সে গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করেন ঈশ্বরচন্দ্র। এরপর ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, তর্ক, জ্যোতির্বিজ্ঞান, হিন্দু আইন, ইংরেজি বিষয়েও বিশেষ দক্ষতা ছিল তাঁর। পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। সমাজের কাছে যার অবদান অপরিসীম। সেই দয়ার সাগরের জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে সংবর্ধনা জানান সাংসদ মালা রায়। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								
















