ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: বিজেপি বাঁচাও কমিটির বিক্ষোভ
বিজেপির কলকাতার রাজ্য দফতরের সামনে বিজেপি বাঁচাও কমিটির বিক্ষোভ। প্রায় ৩০০ জন বিক্ষুব্ধ বিজেপি কর্মী আজ বিভিন্ন জেলা থেকে রাজ্য দফতরের সামনে এসে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি পোড়ানো হলো কুশপুতুল।
‘বঞ্চিতদের একটা সুযোগ দেওয়া যায়?’ প্রশ্ন বিচারপতি সিনহার
আজকের বিক্ষভের মূল দাবি, দলীয় পদাধিকারীদের অবিলম্বে সরাতে হবে। উল্লেখযোগ্য অমিতাভ চক্রবর্তী যিনি সংগঠনের দায়িত্বে, জেনারেল সেক্রেটারি জগন্নাথ চ্যাটার্জি, অমিত মালব্য। ইভিএম নিউজ