পুলিশি

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: বিজেপির সমাবেশে পুলিশি অনুমতির নির্দেশ হাইকোর্টের

২৯ নভেম্বর বিজেপির মেগা সমাবেশে অনুমতি দেয়নি এ রাজ্যের পুলিশ। সেই অভিযোগে হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। অবশেষে হাইকোর্টে চওড়া হাসি বঙ্গ বিজেপির। 
কয়লাকাণ্ড: দ্রুত তদন্ত শেষ করতে চায় ইডি

২৯ নভেম্বর বিজেপির সভার অনুমতি দেওয়ার নির্দেশ কলকাতা পুলিশকে। সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি উঠে। সেখানেই পুলিশকে এই সভার অনুমতি দেওয়ার  নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি পুলিশকে 'ভৎসনা' করে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য়, ‘এটি একটি স্বাধীন দেশ। এভাবে বাধা দেওয়া যায় না।’

আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির মেগা সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। কিন্তু বিজেপির অভিযোগ, পুলিশ এই সভার অনুমতি দিচ্ছে না। এরপর হাইকোর্টের দ্বারস্থও হয় বঙ্গ বিজেপি।

সোমবার হাইকোর্টে মামলার শুনানির সময় পুলিশকে 'ভৎসনা' করে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “আপনারা বলছেন ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহ আগে সভার আবেদন করতে হয়। এখানে দেখা যাচ্ছে ২ সপ্তাহ আগে আবেদন করা হয়েছে। তারপরেও সিস্টেম জেনারেটেড মেসেজ পাঠিয়ে আবেদন না মঞ্জুর করে দেওয়া হয়েছে। পরপর দু’বার যেভাবে বাতিল করা হয়েছে, সেটা ঠিক পদ্ধতি নয়।” পাশাপাশি কলকাতা পুলিশকে ২৯ নভেম্বর বিজেপির সভার অনুমতি দেওয়ার নির্দেশ দেয় আদালত। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর